Bangladesh

শোক দিবস পালন করল বাংলাদেশ

শোক দিবস পালন করল বাংলাদেশ

| | 15 Aug 2015, 11:15 am
ঢাকা, আগস্ট ১৫- শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাংলাদেশে পালন করা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

 

এই দিয়েই জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় সকালে।

 

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

 

হাসিনা পরে বনানী কবরস্থানে গিয়ে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছেন।



প্রধানমন্ত্রী পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রহমানের মাজারে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

 

 

বাংলাদেশের মানুষ আজকের দিনটাকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করেন। আজই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

 

দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় বিদেশে থাকার জন্য তখন বেঁচে গিয়েছিলেন।