Bangladesh

Kashmir Issue: Bangladesh clarifies its stand

Kashmir Issue: Bangladesh clarifies its stand

Bangladesh Live News | @banglalivenews | 21 Aug 2019, 10:11 am
ঢাকা, আগস্ট ২১ঃ ভারত সরকারের কাশ্মীর বিষয়ক সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার সেই দেশের সরকারের “আভ্যন্তরীণ বিষয়” বলে জানিয়েছেন।

বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ তাদের অবস্থান বিষয়টি পরিষ্কার করেছে।

 

বাংলাদেশ জানিয়েছে, "নীতিগত ভাবে আঞ্চলিক শান্তি ও সুস্থিতি বজায় রাখার পক্ষে। একই সঙ্গে বাংলাদেশ মনে করে সব দেশের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।”

 

“বাংলাদেশ মনে করে ৩৭০ ধারা রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সব সময়ই নীতিগতভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ একই সঙ্গে মনে করে যে, সব দেশেরই উচিত উন্নয়নকে গুরুত্ব দেওয়া," বিবৃতিতে জানিয়েছে সরকার।

 

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকার আগস্ট ৫ তারিখে তুলে নেয়।

 

পাকিস্তান এই বিষয় তিব্র বিরোধিতা জানিয়েছে।

 

ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করে ইমরান খানের সরকার এই দেশের সঙ্গে বাণিজ্যিক-সাংস্কৃতিক সম্পর্ক ভেঙ্গে দিয়েছে।

 

ভারতীয় হাইকমিশনারকে পাকিস্তান সরকার বহিষ্কার করে দেন।

 

নিজেদের রাষ্ট্রদূতকেও পাকিস্তান ফিরিয়ে নেয়।