Bangladesh

মিয়ানমারের উদ্দেশে রওনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

মিয়ানমারের উদ্দেশে রওনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

| | 23 Oct 2017, 07:49 am
ঢাকা, অক্টোবর ২৩ঃ ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ও দেশে এই মুহূর্তে চলতে থাকা রোহিঙ্গা সমস্যার মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আজ মিয়ানমারের উদ্দেশে দেশ ছেড়েছেন।
সোমবার বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের পথে যাত্রা শুরু করেন মন্ত্রী।


এই সফরেই মিয়ানমারের সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবার কথা আছে মন্ত্রীর।

মন্ত্রীর সাথে যে 

প্রতিনিধি দল এই সফরে গেছেন তাদের মধ্যে আছেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অগাস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশের মাটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন পাঁচ লক্ষ্যের বেশি রোহিঙ্গা মানুষ।

 

বহুবার মিয়ামারকে এই মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেছেন বাংলাদেশ সরকার।


তবে এখনও পর্যন্ত ফল হয়নি।