Bangladesh

আগ্নেয়াস্ত্র পাচার মামলার রায় ষড়যন্ত্রঃ বিএনপি

আগ্নেয়াস্ত্র পাচার মামলার রায় ষড়যন্ত্রঃ বিএনপি

| | 31 Jan 2014, 04:32 am
ঢাকা, জানুয়ারি ৩১: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার বলেন আগ্নেয়াস্ত্র পাচার মামলার রায় তাঁর দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

 "এই রায় একটি ষড়যন্ত্র বিএনপিকে বিপাকে ফেলার জন্য। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনিক রায়,"  রিজভী বলেন।

 
 চট্টগ্রামের এক বিশেষ আদালত বৃহস্পতিবার ২০০৪ সালে আগ্নেয়াস্ত্র ১০টি ট্রাকের মধ্যে আগ্নেয়াস্ত্র চোরাচালানের মামলায় জামায়াতের প্রধান ও তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং তখনকার গৃহ প্রতিমন্ত্রী লুতফোজ্জামন বাবর সহ ১৪জনকে ফাঁসির সাজা শোনায়।
 
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, আসামের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (উলফা)-র সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
 
বড়ুয়া এই আগ্নেয়াস্ত্রগুলি নিতে যাচ্ছিলেন।
 
"হাই কোর্ট ডিভিশনের অনুমতি পেয়েই এই রায় শোনানো হয়," বলেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১র বিচারক এস এম মজিবুর রহমান।