Bangladesh

সাভারে ভবনে অভিযান শেষ, সুইসাইড ভেস্ট ও গ্রেনেড উদ্ধার হল

সাভারে ভবনে অভিযান শেষ, সুইসাইড ভেস্ট ও গ্রেনেড উদ্ধার হল

| | 27 May 2017, 11:30 am
ঢাকা, মে ২৭ঃ দেশের সুরক্ষা বাহিনী আজ ঢাকার সাভারে একটি নির্মাণাধীন ছয়তলা বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে অভিযান চালায়।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম আজকে সাংবাদিকদের জানান যে বেলা আড়াইটার দিকে এই অভিযান শেষ হয়েছে।

 

অভিযানে এই বাড়ি থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, ল্যাপটপ, বোমা তৈরির সার্কিটসহ নানা সরঞ্জাম উদ্ধার কড়া হয়েছে, জানিয়েছেন পুলিশ।

 

দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও পড়ে তাদের ছেড়ে দেওয়া হয়, জানিয়েছেন পুলিশ।

 

প্রথমে, এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পাঁচতলা বাড়ি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘিরে অভিযান চালানো হয়েছিল তবে সন্দেহভাজনরা সেই বাড়ি আগেই ছাড়েন, জানান পুলিশ।

 

এরপরে, কাউন্টার টেররিজম ইউনিট নির্মাণাধীন বাড়িটিতে অভিযান চালানো শুরু করেন।

 

আজকে ছয়তলা এই বাড়ির পাশের একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় দেশের আইন-শৃঙ্খলা বাহিনী।

 

বাংলাদেশের মাটিতে গত বছর গুলশানে রেস্তরাঁয় জঙ্গি হামলা ঘটে।

 

এই ঘটনায় প্রাণ হারান ২০ জন।

 

নিহতদের মধ্যে বিদেশী নাগরিকরাও ছিলেন।

 

এই ঘটনার পর থেকে বহুবার দেশের আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন।