Bangladesh

শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রোহিঙ্গা প্রসঙ্গ বৈঠকে উঠল

শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রোহিঙ্গা প্রসঙ্গ বৈঠকে উঠল

| | 22 Oct 2017, 11:12 am
ঢাকা, অক্টোবর ২২ঃ ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে সাক্ষাৎ এর সময় রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে ধরেন।

মিয়ানমার থেকে পাকিয়ে এসে বহু রোহিঙ্গা মানুষেরা এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 

মানবিকতার কথা মাথায়  রেখে এই দেশে তাদের আশ্রয় দিয়েছে হাসিনা ও ওনার সরকার।

 

তবে, স্বরাজ আজ হাসিনাকে বলেন যে মিয়ানমার দেশকে এই মানুষদের ফিরিয়ে নিতেই হবে।

 

এই গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে,  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানানঃ "মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।”

 

অগাস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশের মাটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন পাঁচ লক্ষ্যের বেশি রোহিঙ্গা মানুষ।

 

বহুবার মিয়ামারকে এই মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেছেন বাংলাদেশ সরকার।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বিপুল সংখ্যক  শরণার্থীদের বাংলাদেশের জন্য ‘বড় বোঝা’ হিসেবে আখ্যায়িত  করেছেন।

 

আজকের এই বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

 

দুই দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন স্বরাজ।

 

এই সফরে,  যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভার সভাপতিত্ব করবেন ভারতের মন্ত্রী।



ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্পের ওনার উদ্বোধন করবার কথা আছে।