Bangladesh

সিরাজগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের জন্য বরের চাচাকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের জন্য বরের চাচাকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

| | 16 Feb 2016, 06:24 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৬- সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিয়ের আয়োজন করায় বরের চাচাকে কেরামত আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

"সোমবার বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান খাঁন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার উপজেলার সদর ইউনিয়নের কোহিত গ্রামের মুনজুর রহমানের মেয়ে মনিরা খাতুনের (১৫) বিয়ের আয়োজন চলছিল। 

গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম থানার সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলামকে নিয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হয়ে তা বন্ধ করে দেন। এসময় বরের চাচা কেরামত আলীকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম জানিয়েছেন, ইউএনও মো. জিল্লুর রহমান খাঁন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।