Bangladesh

সীতাকুণ্ডের আস্তানাতে ‘আত্মঘাতী বিস্ফোরণ’, ৪ মৃত

সীতাকুণ্ডের আস্তানাতে ‘আত্মঘাতী বিস্ফোরণ’, ৪ মৃত

| | 16 Mar 2017, 07:38 am
চট্টগ্রাম, মার্চ ১৬ঃ আত্মঘাতী বিস্ফোরণ ও গুলির শব্দের মাঝে শেষ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের এক দোতলা বাড়ি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ ১৯ ঘণ্টার অভিযান।

এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারীসহ চার ‘জঙ্গির’।

পৌর এলাকার ৫ নম্বর প্রেমতলা ওয়ার্ডে ‘ছায়ানীড়’ নামের এক দ্বিতল বাড়ি আইন-শৃঙ্খলা বাহিনী বুধবার থেকে ঘিরে রেখেছিল।

গ্রেনেড হামলা এবং রাতভর গুলি চালিয়েছে জঙ্গিরা।

তবে, অভিযান অন্যদিক নেয় যখন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’।

পুলিশ জানিয়েছেন শেষের দিকে জঙ্গিরা আত্মঘাতি বিস্ফোরণ ঘটায়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেনঃ" আমরা এখন পর্যন্ত চারটি ডেডবডি সেখানে দেখেছি। "

"তাদের দুজনের শরীরে ছিল সুইসাইড ভেস্ট। বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। দেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। দুজন মারা গেছে পুলিশের গুলিতে," উনি বলেন।

উনি আরও জানান যে ভবনের ভত্রে আর কেউ উপস্থিত নেই।

জঙ্গিদের গ্রেনেডে  তিন পুলিশ সদস্য এবং গ্রিল কাটতে গিয়ে ফায়ার ব্রিগেডের এক সদস্য আহত হন ,সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।