Bangladesh

পয়লা বৈশাখ উদ্‌যাপনের সাথে ধর্মের কোনও যোগ নেই, জানালেন হাসিনা

পয়লা বৈশাখ উদ্‌যাপনের সাথে ধর্মের কোনও যোগ নেই, জানালেন হাসিনা

| | 12 Apr 2017, 10:53 am
ঢাকা, এপ্রিল ১২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন যে আসন্ন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদ্‌যাপনের সাথে ধর্মের কোনও যোগ নেই।

উনি দেশের মানুষের কাছে আহ্বান করেন যে ওনারা  যেন বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেই বিষয় সতর্ক থাকেন।

 

হাসিনা বলেনঃ "পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব।"

 

" সব ধর্মের মানুষ এ উৎসবে যোগ দেয়। এটাই একমাত্র উৎসব, যা সব ধর্মের মানুষ একত্রে পালন করে। এ উৎসব হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য," হাসিনা বলেন।

 

উনি আরও বলেন যে এই উৎসব মুঘলদের সময় থেকে চলে আসছে।

 

"পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ হিসেবে মুঘল আমল থেকেই পালন করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা মুঘল আমল থেকেই শুরু হয়। মঙ্গল কোনো হিন্দুয়ানি শব্দ না," হাসিনা বলেন।

 

দুইদিন আগে ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন হাসিনা।