Bangladesh

গুপ্তহত্যাঃ সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ, দুর্বৃত্তদের খুঁজে বার করবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

গুপ্তহত্যাঃ সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ, দুর্বৃত্তদের খুঁজে বার করবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

| | 12 Jun 2016, 10:45 am
ঢাকা, জূন ১২ঃ বিভিন্ন গুপ্ত হত্যার মধ্যে বাংলাদেশ সরকার দেশের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পুলিশের দ্বারা সাঁড়াশি অভিযান চালাছে।

শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত , এই ২৪ ঘটনার ব্যবধানে, দেশজুড়ে ৩ হাজার ১৯২ জন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যাক্তিদের মধ্যে আছেন ৩৭ জণ জঙ্গি।

 

পুলিশ জানিয়েছেন তাদের মধ্যে ২৭ জন জেএমবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের ৭ জন রয়েছেন। এদের পাশাপাশি তিনজনের পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ তথ্য  দেয়নি।

 

গত এক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে  লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা ঘটেছে। এদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু সহ বিভিন্ন মানুষ।

 

গত রোববার পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চট্টগ্রামে একই ভাবে হত্যা করেন দুর্বৃত্তরা।

 

আই সমস্ত ঘটনা দেশের মাটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার পাশে এই ঘটনাগুলি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 

বাংলাদেশ সরকার এর মাঝে শক্তহাতে  সব সমস্যা দুর করবার উদ্দেশ্যে সাঁড়াশি অভিযান চালিয়েছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশের মানুষকে আশ্বাস দিয়ে বলেছেন যে এই সমস্ত ঘটনার পেছনে যারা আছেন তাদের খুঁজে খুঁজে বের করবে তার সরকার।

 

"এদের খুঁজে খুঁজে আমরা বের করব," প্রধানমন্ত্রী আজ বলেছেন।

 

উনি বলেনঃ "বাংলাদেশে যাবে কোথায়?"

 

উনি বলেন এই ঘটনার সাথে জড়িত কেউ 'পার পাবে না'।

 

"এই গুপ্তহত্যাও আমরা বন্ধ করতে পারবো," হাসিনা বলেন।