Bangladesh

নতুন জঙ্গী সংগঠন 'বাংলাদেশ জিহাদী গ্রুপের' কমান্ডার ও অর্থদাতা গ্রেফতার

নতুন জঙ্গী সংগঠন 'বাংলাদেশ জিহাদী গ্রুপের' কমান্ডার ও অর্থদাতা গ্রেফতার

| | 25 Jun 2015, 06:16 am
ঢাকা, জুন ২৫- পুলিশ বৃহস্পতিবার জানিয়েছেন যে সদ্য গঠিত জঙ্গী সংগঠন ’বাংলাদেশ জিহাদী গ্রুপ’-এর কমান্ডার এবং অর্থদাতাকে গ্রেফতার করা হয়েছে।

"২৪/০৬/২০১৫ তারিখ বিকেল ৫টায় গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের জঙ্গী দমন বিষয়ক বিশেষায়িত টিম সদ্য গঠিত জঙ্গী সংগঠন ’বাংলাদেশ জিহাদী গ্রুপ’-এর কমান্ডার এবং অর্থদাতাকে গ্রেফতার করে," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো মোঃ আসাদুজ্জামান ওরফে মিলন ওরফে মিলু ওরফে আব্দুল্লাহ্ ওরফে অনিক ও ফিরোজ মোঃ তমাল।

 

এসময় তাদের হেফাজত থেকে ৩টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১ কেজি বিস্ফোরক ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

"গ্রেফতারকৃত আব্দুল্লাহ উল্লেখিত নতুন জঙ্গী সংগঠনটির কমান্ডার এবং তমাল অর্থদাতা বলে জানা যায়।উল্লেখ্য যে, গত ০৭/০৬/২০১৫ তারিখ ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে বনশ্রী এলাকা থেকে ০৬জন এবং সূত্রাপুর এলাকা থেকে আধ্যাত্মিক নেতা নুরুল্লাহ কাসেমীসহ ০৩ জন জঙ্গীকে গ্রেফতার করা হয়," জানিয়েছে পুলিশ।