Bangladesh

ঢাকাঃ বিমানবন্দর থেকে সোনা চোরাচালানের সময় বিমান কর্মীসহ ২ ব্যাক্তি আটক

ঢাকাঃ বিমানবন্দর থেকে সোনা চোরাচালানের সময় বিমান কর্মীসহ ২ ব্যাক্তি আটক

| | 14 Oct 2017, 10:21 am
ঢাকা, অক্টোবর ১৪ঃ শুল্ক গোয়েন্দা বিভাগ শনিবার সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের এক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ দুইজন ব্যাক্তিকে আটক করেছেন।

সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, আটক ব্যাক্তিদের পরিচয় হল বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক ও কাজী কামরুল ইসলাম।

 

কাজী কামরুল ইসলাম হলেন এক বিমান যাত্রী।

 

তবে, তার বিষয় এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে এই দুই ব্যাক্তিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়েছে।

 

আজ ভোরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুল বাংলাদেশে এসেছিলেন।

 

এক সময় এক কেজি ২০০ গ্রাম সোনা বিমান কর্মী ফারুকের কাছে হস্তান্তর করেন উনি আর সেই  মুহূর্তেই দুইজনকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।