Bangladesh

নিঃস্বার্থভাবে থেকো এই দেশের মানুষদের পাশেঃ হাসিনা আহ্বান করলেন নবীন সেনা কর্মকর্তাদের

নিঃস্বার্থভাবে থেকো এই দেশের মানুষদের পাশেঃ হাসিনা আহ্বান করলেন নবীন সেনা কর্মকর্তাদের

| | 27 Dec 2017, 06:21 am
ঢাকা, ডিসেম্বর ২৭ঃ জনগণের পাশে নিঃস্বার্থভাবে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি আহ্বান করেছেন।

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৫তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি প্যারেড শেষে কমিশন পাওয়া অফিসারদের উদ্দেশে এই কথাগুলি বলেছেন হাসিনা।

 

“সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমাদের জীবনের প্রথম ও প্রধান ব্রত।… তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে থাকবে এবং দেশের সেবা করবে," হাসিনা বলেন।

 

উনি বলেন অফিসারদের মনে রাখা উচিত যে তারা হলেন এই দেশের জনগণের অবিচ্ছেদ্য অংশ।

 

"তোমাদের মনে রাখতে হবে, তোমরা এদেশের সন্তান। জনগণের অবিচ্ছেদ্য অংশ।তাই তোমাদের সকলকেই সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে," হাসিনা বলেন।

 

কমিশন পাওয়া অফিসারদের শুভেচ্ছা জানান হাসিনা বলেনঃ "আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ। আজ থেকে তোমাদের উপর ন্যস্ত হচ্ছে দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে।”

 

হাসিনা সেনা সদস্যদের বাহিনীর শৃঙ্খলা ও নিয়ম মেনে চলবার জন্য  আহ্বান করেন।

 

ওনার প্রত্যাশার কথা তুলে ধরে হাসিনা বলেন "বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে- এটিই আমার প্রত্যাশা।”

 

এই অনুষ্ঠানে হাসিনা  কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেছেন।