Bangladesh

আজ ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহিদদের শ্রদ্ধা জানালো জাতি

আজ ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহিদদের শ্রদ্ধা জানালো জাতি

| | 20 Feb 2018, 10:00 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২১ঃ শ্রদ্ধা ও ভক্তির সাথে আছে বাংলাদেশের মানুষেরা স্মরণ করছেন সেই মানুষদের যারা একদিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছিলেন।

আজ ২১ ফেব্রুয়ারি।

 

আজকে মানুষ স্মরণ করছেন সেই সমস্ত ব্যাক্তিদের যাদের ত্যাগের ফলে বাঙ্গালী পেয়েছিল  ভাষার অধিকার।

 

আজ দেশের শহীদ মিনারগুলিতে পুস্প স্তবক দিয়ে মনে কয়রা হচ্ছে এই সমস্ত মানুষদের।

 

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল এই বাংলার মাটির রাজপথ।

 

এই রক্তের ব্দলে দেশ পেয়েছিল বাংলার স্বীকৃতি।

 

আজ শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে এই দেশটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশবাসীর পক্ষ থেকে ফুল অর্পণ করেছেন রাষ্ট্রপতি ম আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

 

সেই মানুষদের স্মরণ করে ও জাতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাসিনা ও হামিদ।

 

বেজে ওঠে  ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি।

 

স্পিকার শিরীণ শারমিন চৌধুরী ও বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহিদদের।

 

আওয়ামী লীগ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও অন্যান্য নেতারাও আজ ফুল দিয়ে শ্রিদ্ধা জানান এই বীরদের।

 

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়োরী আজ উপস্থিত ছিলেন তাদের শ্রদ্ধা জানাতে।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিরা।

 

এই বিশেষ দিনকে মাথায় রেখে দেশজুড়ে আজ কড়া নিরাপত্তা ব্যবস্তা আছে।