Bangladesh

কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবার জন্য দেশের মানুষের কাছে আহ্বান করলেন হামিদ

কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবার জন্য দেশের মানুষের কাছে আহ্বান করলেন হামিদ

| | 15 Feb 2018, 06:22 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৫ঃ কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবার জন্য আজ দেশের মানুষের কাছে আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

উনি বলেন এই পথেই কৃষিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখা যেতে পারে।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে  নিজের বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি বলেনঃ " “কৃষিতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে কৃষক পর্যায়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।"

 

"এছাড়া পচনশীল কৃষিপণ্যের সংরক্ষণ ও বহুমুখীকরণেও প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে," উনি বলেন।

 

"কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে হবে," হামিদ বলেন।

 

"আমাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন যুদ্ধে জয়লাভের জন্য কৃষি ও কৃষকের উন্নয়ন অপরিহার্য। কেননা, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষির ভূমিকা আজও মুখ্য। সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে," হামিদ বলেন।

 

হামিদ বলেন কৃষির উন্নয়নের পথে দেশের দৃষ্টিশক্তি হতে হবে আরও সুদুরে।

 

গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে আগামী দিনে  খাদ্য চাহিদা ও খাদ্য নিরাপত্তাকে মাথায় রেখে, হামিদ বলেন।