Bangladesh

আজ বিজিবিতে নতুন পরিবেশঃ হাসিনা

আজ বিজিবিতে নতুন পরিবেশঃ হাসিনা

| | 20 Dec 2017, 09:44 am
ঢাকা, ডিসেম্বর ২০ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা শৃঙ্খলা রক্ষা করে দেশের কল্যাণে কাজ করবেন।

পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময়, হাসিনা বলেনঃ "আজ এখানে বিজিবিতে একটি নতুন পরিবেশ; এ পরিবেশ দেখে আমি সত্যিই আনন্দিত।"

 

“আমি সবসময় এটাই চাই যে এ বাহিনী নিজস্ব শৃঙ্খলার বিষয়টা ভালভাবে তারা মান্য করবে এবং দেশের কল্যাণে কাজ করে যাবে,” উনি বলেন।

 

২০০৯ সালে বিডিআরে বিদ্রোহ হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে।

 

সেই বিদ্রোহের বিষয় কথা বলতে গিয়ে, হাসিনা বলেনঃ "আমরা সরকার গঠন করার পর মাত্র এক মাস ১৯ দিনের মাথায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।”

 

এই দেশের ইতিহাসে  সীমান্তরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উনি নিজের বক্তব্যে তুলে ধরেন।

 

“বিজিবির সদস্য হিসেবে আপনাদের আনুগত্য ও বিশ্বস্ততা প্রশ্নাতীত। কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং সর্বোপরি পারস্পরিক সহানুভূতিশীলতাই এ বাহিনীর বন্ধন দৃঢ়তর করবে বলে আমি বিশ্বাস করি," হাসিনা বলেন।