Bangladesh

পহেলা বৈশাখ উপলক্ষে ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম

পহেলা বৈশাখ উপলক্ষে ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম

| | 12 Apr 2018, 07:25 am
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারআছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি জানান সবাইকে তল্লাশির পর অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হবে। এছাড়া মুখোশ ব্যবহার নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ টিমসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, 'পুরো মহানগরী জুড়ে এই নববর্ষ উৎসাহ ও উদ্দীপনা এবং নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত ও সুরক্ষা রাখার ব্যবস্থা আমরা এরইমধ্যে নিয়ে নিয়েছি।'

 

ডিএমপি কমিশনার বলেন, পয়লা বৈশাখে এবার কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে বর্ষবরণ উদযাপনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে। 

 

তিনি আরো বলেন, 'রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল প্রত্যেকটা ভেন্যু আমাদের ডগ স্কোয়াড দ্বারা পর্যবেক্ষণ করা হবে। প্রত্যেকটা উন্মুক্ত স্থান যেখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে সেটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। মঙ্গল শোভা যাত্রার পুরো রুট  রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি পুরো এলাকা আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। কন্ট্রোল রুম থেকে আমরা মনিটরিং এ থাকবো।'

 

ডিএমপি কমিশনার বলেন, 'এই এলাকাগুলোতে গাড়ি চলতে দেয়া যাবে না। যেন সাধারণ জনগণ এসব এলাকায় নেচে-গেয়ে হেঁটে আনন্দ করে যেন চলতে পারে।'

 

তিনি বলেন, বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সব ধরনের ধূমপান নিষিদ্ধ থাকবে।