Bangladesh

Landslide fear triggers removal of 490 families from hill

Landslide fear triggers removal of 490 families from hill

Bangladesh Live News | @banglalivenews | 11 Jun 2018, 09:28 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ১২: বন্দর নগরী চট্টগ্রামে ভূমিধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৪৯০ পরিবারকে সরিয়ে দেয়া হয়েছে। সোমবার (১১ জুন) সকাল থেকে নগরীর ৪ সার্কেলের অন্তর্ভুক্ত ৯ পাহাড়ে এই অভিযান চালানো হয়।

এ সময় অতি ঝুঁকিপূর্ণ ১৭০টি ঘরবাড়ি উচ্ছেদ করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এর আগে নগরে কয়েকদিনের ভারী বর্ষণের কারণে রোববার (১০ জুন) পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা পরিবারগুলোকে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করে জেলা প্রশাসন।

 

মাইকিংয়ের পর সোমবার (১১ জুন) সকালে৯ ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে বন্দর নগরীর আকবর শাহ, জালালাবাদ এবং খুলশী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৪০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

 

এদের মধ্যে যাদের অন্যত্র যাওয়ার সুযোগ নেই তাদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।