Bangladesh

চলন্ত বাসে ধর্ষণ-হত্যাঃ লাশ হস্তান্তর কড়া হল পরিবারের কাছে

চলন্ত বাসে ধর্ষণ-হত্যাঃ লাশ হস্তান্তর কড়া হল পরিবারের কাছে

| | 31 Aug 2017, 06:24 am
ঢাকা, আগস্ট ৩১ঃ বাসের মধ্যে ধর্ষণ ও হত্যার শিকার এক নারীর মরদেহ আজ কবরের থেকে বার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশটি কবর থেকে উত্তোলন করা হয় মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজনের উপস্থিতিতে।

 

শেষ পাওয়া খবর পর্যন্ত, লাশটি নিয়ে সকলে বাড়ির উদ্ধেশে রওনা হয়েছেন।

 

বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক খাঁন মো. নুরুল আমিন এই লাশ তোলবার অনুমতি দিয়েছিলেন।

 

তাঁর আগে পরিবার এই বিষয় আবেদন করেছিলেন।

 

 দেশের এক আদালতে মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার পাচজনের মধ্যে তিনজন ব্যাক্তি অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

পুলিশ জানিয়েছেন এই ব্যাক্তিদের স্বীকারোক্তিমূলক  জবানবন্দী আলাদাভাবে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া ও মো. শামছুল হক রেকর্ড করেন।

 

এই তিনজন ব্যাক্তি হলেন বাস চালকের সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীর।

 

তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এই ঘটনায় আরও দুই গ্রেপ্তার ব্যাক্তি হলেন বাসের চালক হাবিব ও সুপারভাইজার সফর।

 


পুলিশ জানিয়েছেন চারদিন আগে এই পাঁচজন মিলে মেয়েটিকে ধর্ষণ ও হত্যা করেছিল।

 

ঢাকার আইডিয়াল ল কলেজের ছাত্রী ছিল নিহত মেয়েটি।

 

সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে তাঁকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়।


টাঙ্গাইলের মধুপুর এলাকায় তাঁকে ফেলে দেওয়া হয়, পুলিশ জানান।

 

শনিবার তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

সোমবার রাতে মধুপুর থানায় নিহতের পরিবার তাঁর ছবি দেখে শনাক্ত করেন।

 

পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন।