Bangladesh

Last rites of Ashraf to be performed today

Last rites of Ashraf to be performed today

Bangladesh Live News | @banglalivenews | 05 Jan 2019, 07:58 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৬: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ থাইল্যান্ড থেকে শনিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌছাঁয়।

এরপর সেখান থেকে রাজধানীর ২১, বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেয়া হয়।

 

রাত নয়টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় সিএমএইচে। রাতে এখানে হিমঘরে রাখা হবে তার মরদেহ।


সৈয়দ আশরাফ গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

আজ রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গার্ড অব অনারসহ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা, বেলা ২টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

 

সেখান থেকে তার মরদেহ আবারও ঢাকায় আনা হবে।

বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে বাবা-মার কবওে তাকে দাফন করা হবে।