Bangladesh

বৃষ্টির মাঝে পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা

বৃষ্টির মাঝে পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা

| | 12 Sep 2016, 11:51 pm
ঢাকা, সেপ্টেম্বর ১৩- আকাশের মুখ ভার ও তাঁর মাঝে বৃষ্টি, এই নিয়েই এইবার পবিত্র ঈদুল আজহা পালন করছেন বাংলাদেশের মুসলিম সম্প্রদায়।

বৃষ্টির পূর্বাভাস  আগেই বলা হয়েছিল ও সেটি হল মঙ্গলবার।

 

তবে তাঁর মাঝে জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত সুষ্ঠুভাবে পালন হয়েছে।

 

নামাজে অংশগ্রহণ করেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ।

 

মোনাজাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান  সারা পৃথিবীর ও দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের শান্তি কামনা করেন।

 

সংবাদ মাধ্যমে সুত্রের খবর অনুযায়ী, ঢাকার বহু খোলা ময়দানে বৃষ্টির কারনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।

 

ঈদ জামাত সরিয়ে নেওয়া হয় মসজিদগুলোতে।

 

নামাজের পরে দেশের মানুষ ব্যস্ত হয়ে পরেছেন পশু কোরবানি নিয়ে। তবে বৃষ্টি সেখানেও সমস্যা সৃষ্টি করতে পারে।

 

দেশের বহু মানুষ ঈদের জন্য ফিরেছেন ঘরে তাদের কাছের লোকদের সাথে সময় কাটাতে।

 

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দেশের মানুষের সাথে।

 

সরকারি-বেসরকারি চ্যানেলে বিসেশ অনুষ্ঠানের পাশাপাশি সংবাদপত্রগুলো ঈদের কথা মাথায় রেখে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।

 

সারা দেশ আজ খুশির মেজাজে আছে সকল শ্রেণীর মানুষ।