Bangladesh

Let's see how many phases will be needed: Hasina

Let's see how many phases will be needed: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 22 Oct 2018, 08:58 am
ঢাকা, অক্টোবর ২২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে সংলাপের আহ্বান সম্বলিত চিঠি পাওয়ার পরেই উনি বিষয় কিছু প্রতিক্রিয়া দেবেন।

আজ সৌদি সফর শেষ করে দেশে ফেরার পরে সাংবাদিকদের মুখোমুখি হন উনি।


"আগে চার দফা ছিল। এখন সাত দফায় পৌঁছেছে। দফাটা আর কতদূর যায়, তারপরে আমি আমার বক্তব্য দেব,” হাসিনা বলেন।

 

“এখন তো কেবল সাত দফা, আর কত বাড়ে দেখেন না,” বলেন উনি।

 

উনি আরও বলেনঃ "চিঠিটা এখনও পাইনি। চিঠিটা তৈরিই হয়নি। এটা নিয়ে প্রতিক্রিয়া দিবটা কী বলেন? চিঠি পেলে তখন দেখা যাবে।” 

 

বিরোধী জোটদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা।

 

“এই গাছের ছাল ওই গাছের বাকল নিয়ে একটি ঐক্য তৈরি হয়েছে। তারা ভালো কাজ করুক সেটাই চাই," হাসিনা বলেন।

 

“এখানে স্বাধীনতাবিরোধী আছে, জাতির পিতার হত্যাকারীদের মদদদানকারী বা ইনডেমনিটি দিয়েছিল, তাদেরকে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, এমনকি যারা জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করেছে, এদেশকে পাঁচ দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এই রকম সব ধরনের লোক এক জায়গায় হয়েছে," উনি বলেন।

 

প্রধানমন্ত্রী এই জত নিয়ে আরও বলেনঃ "“রাজনীতির ক্ষেত্রে কেউ যদি ঐক্য করেন, তাদের স্বাধীনতা আছে। স্বাগত জানাই। তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, রাজনৈতিকভাবে সাফল্য পায়, অসুবিধা কী?”