Bangladesh

Libya: 157 stranded Bangladeshis return to nation

Libya: 157 stranded Bangladeshis return to nation

Bangladesh Live News | @banglalivenews | 26 Sep 2018, 10:39 am
ঢাকা, সেপ্টেম্বর ২৬ঃ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়াতে আটকে থাকা ১৫৭ বাংলাদেশি মানুষকে দেশে ফিরিয়ে এনেছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত তত্ত্বাবধানে আজ বুধবার বেলা ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে এই মানুষদের দেশে ফিরিয়ে আনে।

লিবিয়ায় বিভিন্ন সময় ২৩৪ জন বাংলাদেশের মানুষ আটকে গেছে।

শেই মানুষদের মধ্যে ১৫৭ জনকে আজ ফিরিয়ে আনা হয়েছে দেশে।


মন্ত্রালয় থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে অন্যদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।

 

সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি তুলে ধরে, মন্ত্রালয় জানিয়েছেঃ "ত্রিপলীর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার State of Alert ঘোষণা করেছে।"

 

"এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলীস্থ সকল প্রবাসী বাংলাদেশীকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। বিশেষকরে ত্রিপলীর গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধ কবলিত এলাকাসমূহ পরিহার করার জন্য আহবান জানানো হলো," বিবৃতিতে বলা হয়েছে।