Bangladesh

Lightning kills 10 in Bangladesh

Lightning kills 10 in Bangladesh

Bangladesh Live News | @@banglalivenews | 29 Apr 2018, 06:42 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৯: রবিবার সকালে মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে যায়।

এদিকে আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন।


সকাল দশটার দিকে শুরু মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

 

অলিগলি থেকে শুরু করে মূল সড়কগুলোতেও পানি জমে। এ কারণে নগরবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। তবে আজ বুদ্ধপূর্ণিমা উপলেক্ষে সরকারি ছুটি থাকায় প্রধান সড়কগুলোতে লোক চলাচল কম ছিল।


নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি থই থই করে ঢাকার রাজপথ থেকে অলিগলিতে।

 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন সময়ে উদ্যোগ আর আশ্বাসের কথা শোনা গেলেও বাস্তবে কোনও সমাধান আসেনি।

 

শুধু ড্রেন পরিষ্কার আর নদী ও খাল দখলমুক্ত করার পরামর্শ ছাড়া কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

 

এ কারণে আসন্ন বর্ষা মৌসুমেও রাজধানীজুড়ে জলাবদ্ধতার আশঙ্কা তাদের।


অপরদিকে আজ সিরাজগঞ্জ, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ জেলায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচজন। সিরাজগঞ্জের কাজিপুর, কামারখন্দ ও শাহজাদপুর উপজেলায় বজ্রাঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মাগুরা সদর উপজেলার অক্কুর পাড়া, রায়গ্রামে ও শালিখা উপজেলার বুনাগাতী গ্রাামে রবিবার দুপুরে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাগানবাড়ি এলাকায় বজ্রাঘাতে আব্দুর রহিম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বজ্রাঘাতে সোনাভান (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামাশ্রম গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

 

Image: Wikimedia Commons