Bangladesh

Lightning kills 19 in Bangladesh

Lightning kills 19 in Bangladesh

Bangladesh Live News | @@banglalivenews | 30 Apr 2018, 04:07 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৩০: ঝড়-বৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রোববার বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

 আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। মাগুরা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাঙামাটি, নোয়াখালী, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও গোপালগঞ্জ জেলায় এই হতাহতের ঘটনা ঘটে।


মাগুরা সদরের অক্কুর পাড়া ও রায় গ্রাম এবং শালিখা উপজেলার বুনাগাতী ও বাকলবাড়িয়া গ্রামে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়।

 

ঝড়-বৃষ্টির সময় ভ্যানচালক শামীম, মাগুরা থেকে বাড়ি ফেরার পথে আলম, মোবাইল ফোন টাওয়ারে কাজ করার সময় মেহেদী এবং ধান ক্ষেতে কাজ করার সময় প্রল্লাদ বিশ্বাস বজ্রপাতে মারা যান।


সিরাজগঞ্জের কাজিপুর, কামারখন্দ ও শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। রোববার সকালে ডিগ্রি তেকানী চরে ছেলেকে নিয়ে বাদাম তুলছিলেন শামছুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলেই দুজনেই ঝলসে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় কাদের এবং ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নাবিল ও পলিন বজ্রপাতে নিহত হয় ।

 

এসময় আহত হয় আরও চারজন।


নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলায় এক  গৃহবধূ ও এক স্কুলছাত্রের  মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

 

নিহতরা হলেন সাপাহারের শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামের সোনাভান (২২) এবং পোরশার বালিয়াচান্দা গ্রামের মুক্তার হোসেন (১৪)।

সকাল ৮টার দিকে গ্রামের বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় এবং দুপুর ২টার দিকে মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে অস্টম শ্রেণীর ছাত্র মুক্তার হোসেনের মৃত্যু হয়। সুনামগঞ্জ জেলা সদরের সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিহত হয়েছেন ললিত মিয়া (৩০) নামের এক কৃষক। রোববার বেলা সাড়ে ১০টায় বাড়ির পাশে বোরো ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছেন গৃহবধূ মানছুরা বেগম (৩৫)।

 

ঘরের বাইরে কাজ করার সময় দুপুর ১টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়।

 

নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলায় বজ্রপাতে এক স্কুল ছাত্র ও এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

 

রাজধানীর অদূরে গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।

 

আহত হয়েছেন অন্তত পাঁচজন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে আব্দুর রহিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

আহত হয়েছেন অপর দুইজন। অপরদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছেন। নিহত অশোক পান্ডে (২২) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রামের জ্ঞানেন্দ্রনাথ পান্ডের ছেলে।