Bangladesh

আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার

আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার

| | 08 Sep 2017, 12:29 pm
ঢাকা, সেপ্টেম্বর ৮ঃ শুক্রবার পুলিশ জানিয়েছেন যে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূল ও নাফ নদী থেকে দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে শিশুও আছে, জানিয়েছেন পুলিশ।

 

পুলিশ জানিয়েছেন লাশ দুটি পাওয়া গেছে  সাগরের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল এবং নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে।

 

তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

পুলিশ জানিয়েছেন দুইজন হলেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিক এইটুকু নিশ্চিত করা গেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের মানুষকে বলেছেন যে মিয়ানমার থেকে এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য সেই দেশকে চাপ দেওয়া হচ্ছে।

 

বাংলাদেশে আসা তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বৈঠকের পর নিজের দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ঞ্জের বক্তব্য রাখার সময় হাসিনা এই কাথগুলি বলেছেন।

 

প্রসঙ্গত, তুরস্কের ফার্স্ট লেডি এই দেশে এসেছেন রোহিঙ্গাদের দুর্দশা দেখতে।

 

হাসিনা নিজের বক্তব্যে বলেছেনঃ "এই যে একেকটা ঘটনা ঘটছে, আর মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় ছুটে আসছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের সহযোগিতা করতে।"

 

"সাথে সাথে আমরা মিয়ানমার সরকারকেও চাপ দিচ্ছি," লোক ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে হাসিনা বলেন।

 

হাসিনা বলেন বাংলাদেশ চায় যে মিয়ানমার যেন নিজের দেশের মানুষদের ফিরিয়ে নিয়ে যায়।

 

জাতিগত নিপীড়নের শিকার হয়ে ৫ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আছেন।

 

বাংলাদেশ বহুবার মিয়ানমার সরকারকে এই মানুষদের ফিরিয়ে নিতে আহ্বান করলেও তাতে সারা দেয়নি।

 

  রাখাইনে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বহু  রোহিঙ্গা মুসলিমেরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

 

Image: WIkimedia Commons