Bangladesh

আওয়ামী লীগ কর্মীদের হত্যা মামলাঃ ২৩ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগ কর্মীদের হত্যা মামলাঃ ২৩ জনের মৃত্যুদণ্ড

| | 17 May 2017, 09:49 am
ঢাকা, মে ১৭ঃ একটি গুরুত্বপূর্ণ রায়ে, দেশের এক আদালত বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০২ সালে চার আওয়ামী লীগ কর্মীকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার দায়ে বিএনপি নেতাসহ ২৩ জনের ফাঁসি দিয়েছেন।

আজকের রায়টি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার।

 

আজকে রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি তৎকালীন আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার কাশুসহ সাজাপ্রাপ্ত ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন।

 

তবে, পলাতক আছেন চারজন।

 

যারা এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারা হলেন  আবুল বাশার কাসু, জহির উদ্দিন, আবু কালাম, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আহাদ আলী, ইউনুছ আলী, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

 

তবে, রি মুহূর্তে আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন পলাতক আছেন।

 

আওয়ামী লীগ কর্মী বাবেক ও তাঁর তিন স্বজনকে ২০০২ সালের ১২ মার্চ সকালে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে তুলে  নিয়ে যাওয়া হয় ও পরে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেন হামলাকারীরা, এই মামলার নথি ও আদালত সূত্র অনুযায়ী সংবাদ মাধ্যমে জানা গেছে।