Bangladesh

খালেদার জন্য সর্বোচ্চ সাজা চাইল দুদক

খালেদার জন্য সর্বোচ্চ সাজা চাইল দুদক

| | 19 Dec 2017, 11:43 am
ঢাকা, ডিসেম্বর ১৯ঃ শেষ হয়েছে গুরুত্বপূর্ণ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) যুক্তিতর্ক।

যুক্তি তর্কের শেষে, খালেদা জিয়াসহ অন্য আসামিদের এই মামলায় সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক।

 

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানির দিনটি ঠিক হয়েছে আগামিকালের জন্য।

 

আইনজীবী মোশাররফ হোসেন কাজল দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

 

আদালতকে উনি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী জিয়া আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য রেখেছিলেন তা ছিল বিভ্রান্তিকর।

 

আদালতে আজ হাজির ছিলেন খালেদা জিয়া।

 

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হলেন ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামী।

 

তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও পাঁচজন হলেন এই মামলায় আসামী।

 

আদালত তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা সহ চারজন আসামী।

Image: Wikimedia Commons