Bangladesh

৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছেঃ হাসিনা

৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছেঃ হাসিনা

| | 10 Feb 2016, 08:48 am
ঢাকা, ফেব্রুয়ারি ১০- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অধিকাংশ বিষয়ই বাস্তবায়িত হয়েছে।

উনি বলেন যে এই বিষয় বলেছেন যে তার সরকার পাহাড়ের সমস্যার রাজনৈতিক সমাধান করবার পথে এগিয়ে চলেছে।

 

এই বিষয় কথা বলতে গিয়ে উনি আরও বলেন যে  ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে ও তার পাশাপাশি নয়টি ধারা এখনও বাস্তবায়নাধীন আছে।

 

হাসিনা বলেন যে ধারা বাস্তবায়ন করা হয়নি সেগুলি খুব তারাতারি বাস্তবায়ন করা হবে।

 

আজকে প্রধানমন্ত্রী এই কথাগুলি জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরকালে রাঙামাটির স্বতন্ত্র সংসদ সদস্য ঊষাতন তালুকদারের প্রশ্নের জবাবে বলেছেন।

 

"যে বিষয়গুলো এখনও হয়নি, সেগুলো করা হবে," হাসিনা বলেন।

 

"যে ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি, সেটা আমরা বাস্তবায়ন করব," প্রধানমন্ত্রী বলেন।

 

পার্বত্যবাসীদের দুঃখ দূর করবার দায়িত্ব ওনার সরকারের, হাসিনা বলেন।