Bangladesh

রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে আছে ভিয়েতনাম

রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে আছে ভিয়েতনাম

| | 05 Mar 2018, 07:23 am
ঢাকা, মার্চ ৫ঃ রোহিঙ্গা সমস্যার স্থায়ি সমাধানের জন্য বাংলাদেশের পাশে ভিয়েতনাম আছে বলে আশ্বাস দিয়েছেন সেই দেশের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে  ভিয়েতনামের প্রেসিডেন্টের আজ দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


নিজের কার্যালয়ে,  এক যৌথ সংবাদ সম্মেলনে হাসিনা বলেনঃ " রোহিঙ্গা সঙ্কট এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।"


গত বছর ২৬ আগস্ট মিয়ানমারের  রাখাইনের নতুন করে  সেনাবাহিনীর দমন অভিযান শুরু হলে  সাত লাখ রোহিঙ্গা এই দেখে পালিয়ে আসেন।

 

 

তারা আশ্রয় নিয়েছেন এই দেশে।

 

এই রোহিঙ্গা মানুষদের  ফিরিয়ে নেওয়ার জন্য  মিয়ানমার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করেছিল। তবে,  প্রস্তুতি শেষ না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা যায়নি।

 

ভিয়েতনামের কাছে এই স্মস্যারশান্তিপুরন সমাধান চেয়েছেন হাসিনা।

 

“রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য তার সমর্থন জানিয়েছেন," হাসিনা বলেন।

 

আজ সকালে প্রেসিডেন্টকে ফুল দিয়ে কার্যালয়ে স্বাগত জানান হাসিনা।

 

শেখ হাসিনা ও প্রেসিডেন্ট দুই দেশের প্রতিনিধি দলকে বৈঠকে নেতৃত্ব দেন।

 

হাসিনা ও প্রেসিডেন্ট এর উপস্থিতির মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতাসহ তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

রোববার ভিয়েতনামের নেতা এই দেশে সফরে আসেন।

 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর আমন্ত্রনেই এই সফরে এসেছেন উনি।

 

এই প্রথমবার গত ১৪ বছরে ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান এই দেশের সফরে এসেছেন।