Bangladesh

 বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন হাসিনা

বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন হাসিনা

| | 26 Aug 2017, 11:50 am
ঢাকা, আগস্ট ২৫ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

উনি বলেন সরকার এই মানুষদের সকল প্রকারের সহযোগিতা করবে।

 

প্রধানমন্ত্রী বলেন যে খাদ্যের অভাব যাতে না হয়, এ জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

"একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেটাই সরকারের লক্ষ্য," উনি বলেন।

 

উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শনিবার গাইবান্ধা সফরে গেছিলেন শেখ হাসিনা।

 

সেখানে, মানুষের মধ্যে ত্রান বিতরণ করেন উনি।

 

মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে, হাসিনা বলেনঃ "সব সময় আপনাদের পাশে আছি।"

 

"আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য," হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন সরকারের ক্ষমতায় বা বিরোধী হিসেবে, দুই ভাবেই আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

 

হাসিনা বলেনঃ "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সরকার ৩ মাস পর্যন্ত সব ধরনের সহায়তা দেবে। এক কোটি দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত আপনারা কোনো চিন্তা করবেন না।"

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির মেরামতের জন্য ব্যবস্থা নিচ্ছেন, জানান হাসিনা।

 

দেশে বন্যার কারণে বহু জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে।