Bangladesh

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সোনা উদ্ধার; ১০ আটক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সোনা উদ্ধার; ১০ আটক

| | 25 Mar 2014, 09:44 am
ঢাকা, মার্চ ২৫: কাস্টমস কর্মকর্তারা মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে ৮০০টিরও বেশি সোনার বার উদ্ধার করে।

 প্রত্যেকটি বারের ওজন ১০ তোলা।  

শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক নাহিদ নৌশাদ মুকুল জানান সোনার বারগুলি পাচারের জন্য দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল।

এই বিষয়ে ১০জনকে আটক করা হয়েছে। 

মার্চ ২০এ কাস্টমস কর্মকর্তারা ৩০টি সোনার বার উদ্ধার করে বাংলাদেশ বিমানের দুই পরিষ্কারকের কাছ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোনার বারগুলির মূল্য প্রায় ৳ ১.৫ কোটি।

দুই পরিষ্কারক - শুকলাল দাস ও জীবন কুমার দাস - ঢাকাগামী ফ্লাইট বিজি ০৪৮, যেটি দুবাই থেকে এসেছিল, পরিষ্কার করতে যায়, তখন সেই সোনার বারগুলি একটি সিটের তলা থেকে কুড়িয়ে পায়।