Bangladesh

৭০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

৭০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

| | 30 Jul 2015, 06:47 am
ঢাকা, জুলাই ৩০- বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে রাজধানীর খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল ও বিস্ফোরকদ্রব্য সহ ১ জনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

"২৯/০৭/২০১৫ তারিখ ভোর ০৫.১০ টায় রাজধানীর খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল ও বিস্ফোরকদ্রব্য সহ ১ জনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

 

গ্রেফতারকৃতের নাম হল মোঃ ইমরান হোসেন।

 

"এ সময় তার হেফাজত হতে ৭০টি ককটেল, ১০টি কৌটা, ১ কেজি ৫০০ গ্রাম গন্ধক, ২৫০ গ্রাম সোডা, ১ কেজি ৫০০ গ্রাম গান পাউডার, ৬ কেজি ছোট পাথর, ১৪ টি বাটুল, ৩০টি ৬ মাথা বিশিষ্ট তারকাটা, ১৫০টি তারকাটা, ১৫ টি স্কচটেপ, ২টি ব্যানার, ১টি লেপটপ, ০৭টি ছাত্রশিবিরের বই, ০৪ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই, ১০ টি ছাত্র শিবির কর্মী হওয়ার ফরম ও ০৪টি বিভিন্ন সভা/মিছিলের ভিডিও সিডি উদ্ধার করা হয়," জানায় পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইমরান হোসেন তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

 


সে খিলক্ষেত থানার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। সে নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালাচ্ছিল।

 


তার সঙ্গীয় অন্যান্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। ধৃত আসামীর বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 


খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

 

 

ইমেজঃ ডিএমপি ফেসবুক পেজ