Bangladesh

Medical Universities to be set up in every department: Hasina

Medical Universities to be set up in every department: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 13 Sep 2018, 11:24 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্ব এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য রাখেন। দক্ষিণ কোরিয়ার ঋণ সহযোগিতায় ১ হাজার ৩৬৬ কোটি টাকা ব্যয়ে ১০০০ শয্যাবিশিষ্টি ১১তলা এই হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এটা দেশের প্রথম ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি স্বাস্থ্য নীতিমালাও করেছি। সে নীতিমালায় দেশের প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায়, সে ব্যবস্থা করেছি। একেবারে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসার মান যেন উন্নত হয়, সে ব্যবস্থা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ করার জন্য আমরা অনুমতি দিয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষকে সেবা দেয়া। মানুষ যেন ভালো থাকে সে চেষ্টা করা।’


শেখ হাসিনা বলেন, নার্সরা যাতে বিএসসি, এমএসসি এমনকি পিএইচডি করতে পারে সে সুযোগও আমরা করে দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিবিদ্যালয়ে অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য আলাদা বিভাগ থাকবে। এ ছাড়া এখানে ১০টি নতুন বিভাগ খোলা হয়েছে। এখানে কমমূল্যে গবির মানুষগুলো বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা পেতে সক্ষম হবে। যেসব দরিদ্র মানুষের চিকিৎসা করার জন্য টাকা পয়সা নেই, তাদের টাকা দেয়ারও ব্যবস্থা করে দিয়েছি। এ-সংক্রান্ত ফান্ডে আগে ১০ কোটি টাকা দেয়া হয়েছে। আরও ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যে নার্স সৃষ্টির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অনেক নার্স দরকার। বয়স শিথিল করে ইতোমধ্যে আমরা অনেক নার্স নিয়েছি। আরও নার্স সৃষ্টি করতে হবে।’


শেখ হাসিনা বলেন, ‘এই হাসপাতালটি চালু হলে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। এটা পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্রে পরিণত হবে। গবেষণা উপযোগী আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। চিকিৎসক ও শিক্ষার্থীরাও উন্নত চিকিৎসা শিক্ষা পাবেন।’