Bangladesh

Milk of 14 companies banned from producing and selling for five weeks

Milk of 14 companies banned from producing and selling for five weeks

Bangladesh Live News | @banglalivenews | 29 Jul 2019, 07:46 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৯ : বিএসটিআই অনুমোদিত কোম্পানির দুধে সীসা ও অ্যান্টিবায়োটিকের উপাদান পাওয়ায় ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি ৫ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

 হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


দুধ পরীক্ষা করে চার প্রতিষ্ঠানের প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন রোববার (২৮ জুলাই) এ আদেশ দেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৫ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়। গত  ১৪ জুলাই বিএসটিআই অনুমোদিত বাজারে থাকা বিভিন্ন কোম্পানির পাস্তুরিত (প্যাকেটজাত) সব দুধের নমুনা সংগ্রহ করে অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকর কোনো উপাদান আছে কি না -তা চার প্রতিষ্ঠানকে পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বিএসটিআইকে বাজার থেকে দুধের নমুনা সংগ্রহ করতে বলেন হাইকোর্ট।


বিএসটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্ম ফ্রেশ, ইগলু, ডেইরি ফ্রেশ, আমেরিকান ডেইরি, বারো আইলিয়া ডেইরি, আফতাব, আরওয়া, সেফ দুধে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।