Bangladesh

Minimum salary of national factory workers increases

Minimum salary of national factory workers increases

Bangladesh Live News | @banglalivenews | 02 Jul 2018, 09:33 am
ঢাকা, জুলাই ২ঃ সরকার আজ বলেছে যে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি শতভাগ বাড়িয়ে ৮৩০০ টাকা করা হয়েছে।

আজকে এই বিষয় প্রস্তাবটি অনুমোদন দিয়েছে সরকার।

 

আজকে মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর সুপারিশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মজুরি-স্কেল ও ভাতা’ অনুমোদনটি দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠকটি অনুষ্ঠিত হয় তার কার্যালয়।

 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আজ সাংবাদিকদের এই বিষয় বলেনঃ "সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছিল।"

 

নতুন কাঠামো অনুযায়ী,  সর্বোচ্চ মজুরি হবে ১১ হাজার ২০০ টাকা।

 

এই অনুমোদনের আগে পর্যন্ত,  রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ১৫০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা ছিল।

 

সচিব সাংবাদিকদের জানিয়েছেন যে ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন মজুরি এবং ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে।