Bangladesh

Miscreants attacked Awami League office: Kader

Miscreants attacked Awami League office: Kader

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2018, 10:46 am
ঢাকা, আগস্ট ৪ঃ দেশের এক মন্ত্রী আজ দাবি করেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে,  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেনঃ "আওয়ামী লীগ পার্টি অফিসে হামলার ঘটনায় প্রশিক্ষিতরা জড়িত ছিল।"


এই ঘটনার মূল হামলাকারীদের উনি রাজনৈতিক দুর্বৃত্ত বলে ডাক দিয়েছেন।

 

"যারা হামলা চালিয়েছে, তারা সাধারণ ছাত্রছাত্রী নয়, তারা রাজনৈতিক দুর্বৃত্ত," উনি বলেন।

 

আওয়ামী লীগের ওই কার্যালয়ে শিক্ষার্থীদের ধরে নেওয়ার একটি গুজব আজ দুপুরে ছড়ায়।

 

সেই সময় উত্তেজনা ছড়ায় শিক্ষার্থীদের মধ্যে।

 

আওয়ামী লীগ নেতারা সেই সময় দাবি করেন যে তাদের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়।

 

সঙ্ঘাতের শেষে বিকেলের দিকে আওয়ামী লীগের কিছু নেতা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

 

সেই সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ক্ষমতায় থাকা দলের কার্যালয়ে এসে পৌঁছায়।

 

শিক্ষার্থীরা পড়ে সাংবাদিকদের জানান যে গুজব ছড়ানোয় তারা বিভ্রান্ত হয়েছিল।

কাদের আজকের ঘটনার বিষয় আরও বলেনঃ “কারা এই সংঘাতের উসকানি দিচ্ছে, সেটাই প্রশ্ন। আমাদের কাছে তথ্য আছে, নাশকতার পরিকল্পনা ছিল। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে এখন অপরাজনীতির’ মাধ্যমে সহিংসতায় রূপ নিয়েছে।”

 

"“দেশের শুভ বোধের মানুষগুলোর যারা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের নয় দফা যৌক্তিক মনে করেছেন..সরকার সেগুলোকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ গ্রহণ করেছে," উনি বলেন।

 

কাদের বলেন এই আন্দোলনে 'রাজনৈতিক অনুপ্রবেশ' ঘটছে।

 

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়, উনি বলেনঃ "দাবি মেনে নেওয়ার ক্ষেত্রেও সরকার কোনো ধরনের রাখঢাক করেনি।” 

 

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলছে।

 

Image: Wikimedia Commons