Bangladesh

শিক্ষা মন্ত্রণালয়কে দেশের স্কুল স্তরের শিক্ষার মান ঠিক রাখার উদ্দেশ্যে তদারকি বাড়ানোর নির্দেশ দিলেন হাসিনা

শিক্ষা মন্ত্রণালয়কে দেশের স্কুল স্তরের শিক্ষার মান ঠিক রাখার উদ্দেশ্যে তদারকি বাড়ানোর নির্দেশ দিলেন হাসিনা

| | 30 Dec 2017, 07:53 am
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার শিক্ষা মন্ত্রণালয়কে দেশের স্কুল স্তরের শিক্ষার মান ঠিক রাখার উদ্দেশ্যে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

“আমাদের স্কুলগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। সেখানে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা; এই বিষয়টার দিকে একটু বিশেষভাবে নজর দিতে হবে। এটা খুবই জরুরি বলে আমি মনে করি," হাসিনা বলেন।

 

৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী এই বছর পাস করেছেন অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা।

 

এদের মধ্যে এই পরীক্ষায় এক লাখ ৯১ হাজার ৬২৮ জন পেয়েছে জিপিএ-৫।

 

তবে, পরিসংখ্যান যা বলছে তাতে দেখা যাচ্ছে এ পরীক্ষায় পাসের হার বড় পতন হয়েছে।

 

পাশাপাশি,  পূর্ণাঙ্গ জিপিএ শিক্ষার্থী সংখ্যাও কমে গেছে।

 

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই বছরের ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

এই বছর পাশে হার কমার বিষয় কথা বলতে গিয়ে হাসিনা বলেনঃ “এ বছর যেহেতু আপনাদের নজরদারি বেড়েছে; সে কারণে হয়ত একটু কম। আশাকরি ভবিষ্যতে যেন বাড়ে।”

 


উনি বলেন দেশের ছেলে ও মেয়েদের সকল প্রকারের সুবিধা দিচ্ছে ওনার সরকার।

 


“আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, আমরা সব রকম সুযোগ সুবিধা দিচ্ছি। সেখানে,তারা ফেল করবে কেন? তাদের মেধা আছে," হাসিনা বলেন।

 


জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে ৯৩ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী  গত বছর পাস করেছিলেন।

 

দুই লাখ ৪৭ হাজার ৫৫৮ জন জেএসসি-জেডিসি মিলিয়ে সেই বছর পূর্ণ জিপিএ পেয়েছিলেন।

 

২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী  এই বছর অষ্টমের সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।