Bangladesh

Mobile court has been appreciated abroad as well: PM Sheikh Hasina
Amirul Momenin

Mobile court has been appreciated abroad as well: PM Sheikh Hasina

Bangladesh Live News | @banglalivenews | 08 Dec 2019, 05:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৮ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে বিচার বিভাগের ওপর চাপ কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইভটিজিং, পরীক্ষার আসনে ভুয়া পরীক্ষার্থী বসা, ভুয়াভাবে জমি দখল করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, ভেজালকারী, পরিবেশ দূষণকারী ও হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করায় মানুষ খুশি হয়েছে।

এতে বিচার বিভাগের ওপর চাপও কমে যাচ্ছে। বাংলাদেশের মোবাইল কোর্টেও বিষয়টি বিদেশেও প্রশংসিত হচ্ছে।’ শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


বিচার বিভাগে মহিলা বিচারপতি নিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে একটি আইন ছিল, সেটা হলো কোনো মহিলা বিচারপতি হতে পারবে না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু নারীদের বিচারপতি করার সুযোগ করে দেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি প্রথমে একজন নারী বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। প্রত্যেকটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। তাছাড়া সমাজ এগোতে পারবে না।’


বিচারপতিদের সুযোগ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি জেলায় আমরা ভবন করছি বিচার বিভাগের জন্য। ২৮টি জেলায় জজ আদালত সম্প্রসারণ করা হয়েছে। যে সকল সরকারি সম্পত্তি বেদখলে আছে সেগুলো উদ্ধার করা হলে বিচারকদের আবাসনসহ বিচার কাজের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।’


শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিচারপতিদের অনেক ক্ষেত্রে ভাতা ছিল না। আমরা ভাতার ব্যবস্থা করেছি। না চাইতেই আমরা বিচারপতিদের আবাসন সুবিধাসহ অনেক কিছু করে দিয়েছি। যেমন বিচারপতিদের জন্য যেসব ফ্ল্যাট করা হচ্ছে তা অন্য কর্মকর্তাদের ফ্ল্যাটের চাইতে আলাদা। গাড়ির জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছি। বিচারপতিদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা। আমরা নিরাপত্তার ব্যবস্থাও করছি। এছাড়া আমরা বিচার বিভাগেই যাতে জুডিশিয়ারি চালু হয় সে ব্যবস্থা করছি। এ ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষও উপকৃত হবে। মামলার নকলসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র দ্রুত পাবে।’


এছাড়া তিনি ডিজিটাল পদ্ধতিতে বিচার করার কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একজন দুর্ধর্ষ আসামি অনেক সময় রাস্তায় ছিনতাই হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে যেমন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিচার হতে পারে। তাতে ঝুঁকিও কমে যায়।’


এদিকে, ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও রায় লেখার জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।