Bangladesh

Modi government's Kashmir googly: Pakistan asks India to call back its envoy
Government of Pakistan Twitter page

Modi government's Kashmir googly: Pakistan asks India to call back its envoy

Bangladesh Live News | @banglalivenews | 07 Aug 2019, 01:27 pm
ঢাকা, আগস্ট ৭ঃ কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের মাঝে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তান আবার নয়া দিল্লী থেকে নিজের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে।

 

এই বিষয়গুলি থিক করা হয়  ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই বৈঠকে উপস্থিত ছিলেন।

 

এই বৈঠকে  ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্তটিও নিয়েছে পাকিস্তান।

 

এই সপ্তাহে ভারতের সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের বিশেষ সাংবিধানিক মর্যাদা রদ করে কেন্দ্রের শাসন জারির প্রতিক্রিয়া শুরু করে।

 

এই মুহূর্তে পাকিস্তানে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতের নাম হল  অজয় বিসরা।

 

এই বিষয় পাকিস্তান সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে।

 

সেই দেশের  ‘এআরওয়াই’ নিউজ অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, “আমাদের রাষ্ট্রদূত আর নয়াদিল্লিতে থাকবেন না। আর এখানেও তাদের অনুরূপ পদমর্যাদার ভারতীয়কে রাখা হবে না।” 



ভারতের মন্ত্রি অমিত শাহ বলেছেন যে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে ভারত ও কাশ্মীরের মধ্যকার দেয়াল দূর হবে।

 

উনি এই মন্তব্য দেশের পার্লামেন্টে নিজের বক্তব্য স্থাপ্ন করবার সময় বলেছেন।

 

রাষ্ট্রপতির নির্দেশ জারির মধ্য দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল  করবার মাঝেই ভারত সরকার কাশ্মীরের বিষয় একটি নতুন অধ্যায় পা দেন।