Bangladesh

Modi,Hasina unveils new project via video conferencing

Modi,Hasina unveils new project via video conferencing

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2018, 08:37 am
ঢাকা, সেপ্টেম্বর ১৮ঃ দুই দেশের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় রচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জ্বালানি তেল আমদানির জন্য শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার দীর্ঘ ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতায় নতুন একটি দিক আজ এই পদক্ষেপের দ্বারা  উন্মোচিত হল।


আজকে এই নির্মাণ কাজের প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

 

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে, ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারতের আসাম রাজ্যের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ আগামিদিনে অনুষ্ঠিত হবে।

 

এই প্রকল্পটি ছাড়াও, ভারতীয় ঋণের টাকায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল সরবরাহ করা যেতে পারে।

 

ভারতে এই পাইপ্লাইনের ৫ কিলোমিটার পড়লেও, বাংলাদেশের মাটিতে ১২৫ কিলোমিটার অংশ জুড়ে থাকবে এই লাইন।