Bangladesh

Modi wants to fulfill promises made to Bangladesh

Modi wants to fulfill promises made to Bangladesh

| | 09 Apr 2018, 11:42 pm
নজিস্ব প্রতনিধিি, ঢাকা, এপ্রলি ১০: ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে দেওয়া প্রুতশ্রিুতিগুলো পূরণ করতে চান।

 ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কথা বলেন।

 

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।


ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ’৭১-এ বাংলাদশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন।

 

এসময় ঝুলে থাকা তিস্তা চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘বাংলাদেশ ও ভারত আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সফল সমাধান করেছে। এখন শুধু একটি সমস্যার সমাধানই বাকি রয়েছে।’


লন্ডনে কমনওয়েথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আসন্ন বৈঠকে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের কথাও বলেন বিজয় গোখলে।