Bangladesh

MPO issue to be decided by next month: Minister

MPO issue to be decided by next month: Minister

Bangladesh Live News | @banglalivenews | 16 Sep 2018, 10:19 am
ঢাকা, সেপ্টেম্বর ১৬ঃ নতুন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত করার বিষয়তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন যে আগামী মাসের মধ্যে নেওয়া হবে ফয়সালা।

রোববার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্যটি করেছেন।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব আজকে অনুষ্ঠিত হয়েছে।

 

জাহাঙ্গীর হোসাইন এই সময় মন্ত্রীকে প্রশ্ন করেন যে আগামী ডিসেম্বরের আগে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।

 

সেই প্রশ্নের জবাবে, মন্ত্রী বলেনঃ "২০১০ সালের পর শিক্ষা প্রতিষ্ঠান আর এমপিওভুক্তি করা সম্ভব হয়নি।  অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া করতে পারি না। আমরা অর্থ ছাড়ের জন্য আরও আগে থেকেই অর্থমন্ত্রীকে অনুরোধ করে যাচ্ছি। তবে ইতোমধ্যে অর্থমন্ত্রী রাজি হয়েছেন এবং কিছু টাকা বরাদ্দও দিয়েছেন।"

 

“এমপিওভুক্তির জন্য আমরা একটি ক্রাইটেরিয়া নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছি। আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। বাছাই করা হবে। কী ভিত্তিতে দেব, প্রধানমন্ত্রীর মতামত নিয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে," উনি বলেন।

 

মন্ত্রী আরও বলেনঃ "এখানে অনেক বিষয় থাকে। আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য। আগামী মাসের মধ্যে ফয়সালা হয়ে যাবে।"