Bangladesh

প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন, জানালেন মন্ত্রী

প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন, জানালেন মন্ত্রী

| | 15 Oct 2017, 12:39 pm
ঢাকা, অক্টোবর ১৫ঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহারর বিরুদ্ধে যে ১১ অভিযোগ উঠেছে তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন, রোববার জানিয়েছে সরকার।

যদি এই অনুসন্ধানের সময় অভিযোগগুলির সত্যতা পাওয়া যায় তবে আইন নিজস্ব গতিতে চলবে, জানিয়েছেন মন্ত্রী।

 

আইনমন্ত্রী আনিসুল হক আজ এই বিষয় সাংবাদিকদের জানিয়েছেন।

 

প্রধান বিচারপতির বিদেশ সফর ও নিজের সুস্থ থাকার বিষয় মন্তব্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেনঃ "কিন্তু বিদেশ যাওয়ার আগে তিনি বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এ বক্তব্যে আমি হতভম্ব।"

 

রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সিনার বিদেশ যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বলে উনি মন্তব্য করেন।

 

ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া  সফরে গেছেন সুরেন্দ্র কুমার সিনহা।

 

প্রসঙ্গত, গত পয়লা অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের জন্য ছুটির কথা জানিয়ে চিঠি লিখেছিলেন।

 

এখন ওনার ছুটি ১০ নভেম্বর পর্যন্ত।

 

সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে উনি সুস্থ আছেন।

 

"কিন্তু ইদানিং একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত," সংবাদ মাধ্যমকে উনি বলেছেন বলে জানা গেছে।

 

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে থাকা সিনহার ছুটি নেওয়ার বিষয়টি দেশে কিছুদিন ধরেই একটি আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছিল।