Bangladesh

Muktijuddho related minister tenders apology

Muktijuddho related minister tenders apology

Bangladesh Live News | @banglalivenews | 28 Dec 2019, 08:12 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৮ : টাঙ্গাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ভুল রাজাকারের তালিকা প্রকাশ করার ঘটনায় ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেগুলো না দেখেই প্রকাশ করা হয়েছে। এটি আমার ভুল ছিল। এরজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী।’


শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুল হতো না। প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলীসহ অনেকে।