Bangladesh

আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিজেন শর্মার শেষকৃত্য

আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিজেন শর্মার শেষকৃত্য

| | 16 Sep 2017, 10:35 am
ঢাকা, সেপ্টেম্বর ১৬ঃ বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও নটর ডেম কলেজে রাখা হচ্ছে প্রয়াত লেখক ও প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার মরদেহ।

স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হেয়ছে।


আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে এই লেখকে শেষ শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া।

 

শ্রদ্ধা জানানোর শেষে, সবুজবাগের রাজারবাগে বরদেশ্বরী কালি মন্দিরসংলগ্ন শশ্মানে ওনাকে দাহ করা হবে, জানালেন পুলিশ।

 

সংবাদ মাধ্যম সুত্রে খবর অনুযায়ী, ওনার মরদেহ রাখা আছে  স্কয়ার হাসপাতালের হিমঘরে।

 

শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি প্রাণ হারান।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৮।

 

১৯২৯ সালের ২৯ মে, তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন এই লেখক।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন এই  লেখক।

 

বিজ্ঞান, শিশুসাহিত্যসহ বিভিন্ন ভাষায় নিজের জীবনে লিখে গেছেন শর্মা।

 

প্রকৃতি ও সৌন্দর্য চিরকাল এই লেখককে আকৃষ্ট করেছে।

 

নিজের কাজের জন্য বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন উনি।