Bangladesh

ঢাকায় 'জঙ্গি' আস্তানায় অভিযানে নিহত 'কয়েকজন'

ঢাকায় 'জঙ্গি' আস্তানায় অভিযানে নিহত 'কয়েকজন'

| | 11 Jan 2018, 10:32 pm
ঢাকা, জানুয়ারি ১২ঃ রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা ঘিরে আজকে অভিযান চালিয়েদেশের নিরাপত্তা সদস্যরা।

এই অভিযানে বেশ কিছু জঙ্গি প্রাণ হারিয়েছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

যে আস্তানায় অভিযান চলছে তা প্রধানমন্ত্রীর কার্যালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুরনো এমপি হোস্টেলের পেছনে রুবি ভিলা নামের ছয় তলা একটি ভবনেকে ঘিরে ফেলে র‍্যাব এর সদস্যরা।

 

শুক্রবার সকাল থেকে ভবন থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়, র‍্যাব এর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়েছে বলেও দাবি করেছেন র‍্যাব।

 

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই অভিযানের বিষয় সাংবাদিকদের বলেনঃ "আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়।"

 

"ভেতরে হতাহতের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। নিহত হয়েছে কয়েকজন," উনি বলেন।

 

আইইডির মত কিছু পড়ে থাকার ফলে, উনি বলেন এই মুহূর্তে ভবনে ধকা নিরাপদ নয়।

 

উনি আরও জানান বিশেষায়িত দল আসার অপেক্ষা করা হচ্ছে।

 

উনি আরও বলেন যে অন্যান্য ফ্লোরের বাসিন্দাদের নিরাপত্তার দিকে র‌্যাব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।