Bangladesh

কার্যকর হল আবদুল হান্নান, দুই সহযোগীর মৃত্যুদণ্ড

কার্যকর হল আবদুল হান্নান, দুই সহযোগীর মৃত্যুদণ্ড

| | 12 Apr 2017, 11:25 am
ঢাকা, এপ্রিল ১২ঃ আজ দেশের এক কারাগারে, আবদুল হান্নান ওরফে মুফতি হান্নান ও ওনার দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সিলেটে গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার দায়ে তাদের এই সাজা দিয়েছিল আদালত।


সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে আজ রাতে ফাঁসি দেওয়া হয়েছে।

 

এই দুইজনের পাশাপাশি, তাদের আরেক সহযোগী দেলোয়ার হোসেন রিপনের মৃত্যুদণ্ড অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০০৪ সালে, তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় যে মামলা করা হয়েছিল তাতে হান্নান এবং তাঁর সহযোগী বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে দেশের এক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল।

 

এই রায় পরে বহাল রেখেছিল হাইকোর্ট ও আপিল বিভাগ।

 

এই তিনজনের  করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়া হয়।

 

তাদের প্রানভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।

 

Image: Wikimedia Commons