Bangladesh

মিয়ানমারকে হস্তান্তরে ১ লাখ রোহিঙ্গার তালিকা প্রস্তুত করা হয়েছে, জানাএন মন্ত্রী

মিয়ানমারকে হস্তান্তরে ১ লাখ রোহিঙ্গার তালিকা প্রস্তুত করা হয়েছে, জানাএন মন্ত্রী

| | 29 Dec 2017, 07:33 am
ঢাকা, ডিসেম্বর ২৯ঃ আজ সরকার জানিয়েছেন যে তারা প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য এক লাখ রোহিঙ্গার নামের তালিকা মিয়ানমারের কাছে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করছেন।

এই মন্তব্যটি আজ সাংবাদিকদের করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


মন্ত্রী আজকে  কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

 

“ইতিমধ্যে প্রত্যাবাসনের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপও এর মধ্যে গঠিত হয়েছে," সাংবাদিকদের মন্ত্রী বলেন।

 

রাজধানী ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

 

মন্ত্রী জানান দুই দেশের মধে আগামী বৈঠক অনুষ্ঠিত হবে মিয়ানমারে।

 

উনি বলেনঃ "ঢাকায় অনুষ্ঠিত মিটিংয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় প্রত্যাবসনের জন্য শুক্রবার এক লাখ রোহিঙ্গার নামের তালিকা মিয়ানমারের কাছে পাঠানো হচ্ছে।”

 

মন্ত্রী আরও বলেনঃ "মিয়ানমারে অনুষ্ঠিত পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক  লাখ রোহিঙ্গার তালিকার ব্যাপারে আলোচনা করে প্রত্যাবাসনের সিদ্ধান্ত হবে। তবে এটি নির্ভর করছে মিয়ানমারের পক্ষ থেকে পাঠানো রোহিঙ্গাদের নামের তালিকা চূড়ান্তভাবে অনুমোদনের পর। ”

 

এই বছর মিয়ানমার থেকে বহু রোহিঙ্গা মানুষ পালিয়ে এসেছেন বাংলাদেশ।