Bangladesh

বিএসএফ-বিজিবি বৈঠক আজ থেকে

বিএসএফ-বিজিবি বৈঠক আজ থেকে

| | 14 Sep 2013, 12:44 pm
ঢাকা, সেপ্টেম্বর ১৪: বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মধ্যে দ্বি-বার্ষিক মহাপরিচালক পর্যায়ের বর্ডার সমন্বয় সভা শুরু হল শনিবার থেকে।

 এই বৈঠক ঢাকায় চলবে বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৯) পর্যন্ত।

 
ডিজি, বিএসএফ, সুভাষ যোশীর নেতৃত্বে ২০-সদস্যের একটি প্রতিনিধি দল ও মেজর জেনারেল আজিজ আহমেদ, ডিজি, বিজিবির, নেতৃত্বে এক প্রতিনিধি দলের মধ্যে এই বৈঠক শুরু হয়।
 
 বিএসএফের পক্ষ থেকে জানানো হয় তাঁরা এই বৈঠকে অনেক কয়েকটি বিষয় আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে ট্রান্স-বর্ডার অপরাধ, জাল নোটের চোরাকারবার, বাংলাদেশে বসবাসকারী ভারতীয় বিদ্রোহী দলের কার্যক্রম, অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী ও শিশু পাচার।
 
এছাড়াও বৈঠকে সমন্বিত সীমান্ত উপর আলোচনা করা হবে।